...

Orientation Program- 2024

জসিম উদ্দিন নার্সিং কলেজ কর্তৃক আয়োজিত ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বি.এস.সি ইন নার্সিং (বেসিক), ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স-এ শুভ উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানটিতে অত্র প্রতিষ্ঠানের পাবলিক রিলেশন অফিসার জনাব আজিজুল হাকিম স্যার এর সঞ্চালনায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, অত্র প্রতিষ্ঠানের সম্বানিত অধ্যক্ষ মহোদয় জনাব আফরোজা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেআইএমএস নার্সিং ইনস্টিটিউট এর সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব মোমেনা বেগম, প্রশাসনিক কর্মকর্তা জনাব ফেরদৌস হাসান, কোর্স কো-অর্ডিনেটর জনাব এনায়েত হোসেন সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা মন্ডলী। উপস্থিত বক্তারা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট প্রফেশন হিসেবে নার্সিং শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।

অনেকেই মানুষের সেবামূলক কাজে আত্মনিয়োগ করতে চান। এমনই সেবামূলক এক পেশা হচ্ছে নার্সিং। এই পেশায় একদিকে যেমন মানুষের সেবা করা যায়, তেমনি ভবিষ্যৎও উজ্জ্বল। দেশে এখন প্রায় সব জেলা-উপজেলা শহরগুলোতেই সরকারি-বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক গড়ে উঠেছে। আরও হচ্ছে। এসব প্রতিষ্ঠানে প্রতিবছরই নার্সের প্রয়োজন হয়। সরকারি প্রতিষ্ঠানে নার্স নিয়োগ করে বাংলাদেশ সরকারের সেবা পরিদপ্তর।

দেশের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল, ক্লিনিক, কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার, নগর মাতৃসদন, ডায়াগনস্টিক সেন্টারসহ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানেই নার্সদের চাকরির সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে নার্সিং ডিগ্রি নিয়ে বিদেশেও চাকরির সুযোগ রয়েছে। বিগত বছরে জর্দান, মালয়েশিয়াসহ অনেক দেশে বাংলাদেশ থেকে নার্স নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া, আমেরিকাসহ অন্যান্য দেশেও বাংলাদেশের নার্সরা কাজের সুযোগ পান।

 

Scroll to Top
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.