আমাদের সম্পর্কে - Jashim Uddin Nursing College

আমাদের সম্পর্কে

সংক্ষিপ্ত ইতিহাস ও তথ্য

About Us

মানুষের মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে চিকিৎসা । আর এই চিকিৎসা সেবা মানুষের দুরগড়ায় পৌঁছে দিতে ও মান সম্মত স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ২০১৬ সালে কিছু উদ্যোগী উদ্যোক্তা জামালপুর শহরে প্রতিষ্ঠা করেছেন জসিম উদ্দিন নার্সিং কলেজ । প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ও বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অধিভুক্ত ।

বর্তমানে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।
* ৪ বছর মেয়াদী B.Sc in Nursing (বেসিক) কোর্স
* ২ বছর মেয়াদী B.Sc in Nursing (পোস্ট বেসিক) কোর্স
* ৩ বছর মেয়াদী Diploma in Nursing Science & Midwifery কোর্স
* ৩ বছর মেয়াদী Diploma in Midwifery কোর্স

ভর্তির যোগ্যতাঃ-
বিএসসি ইন নার্সিং- বিজ্ঞান বিভাগ থেকে এইচ.এস.সি পাশ।
ডিপ্লোমা নার্সিং- সকল বিভাগ থেকে এইচ.এস.সি পাশ।
এখানে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক পাঠদানের সকল ডিজিটাল শিক্ষা উপকরণ দ্বারা পরিচালিত হচ্ছে তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাস। প্রতিটি বিষয়ের জন্য রয়েছে আলাদা আলাদা বিশেষজ্ঞ ডাক্তার, দক্ষ ও অভিজ্ঞ ইনস্ট্রাক্টর, সকল প্রকার ভৌত সুযোগ সুবিধা সম্বলিত ক্লাসরুম। ব্যবহারিক ক্লাসের জন্য রয়েছে আধুনিক সকল প্রকার যন্ত্রপাতি দ্বারা সুসজ্জিত এনাটমি ল্যাব, ফিজিওলজি ল্যাব, প্যাথলজি এন্ড মাইক্রোবায়োলজি ল্যাব, মিডওয়াইফারি ল্যাব, নার্সিং, ল্যাব, সার্জিকেল ল্যাব, কমিউনিটি ল্যাব, নিউট্রিশন ল্যাব ও কম্পিউটার এবং বিষয় ভিত্তিক বই সম্বলিত বিশাল লাইব্রেরী।
জসিম উদ্দিন নার্সিং কলেজের শিক্ষার্থীরা ক্লিনিক্যাল প্র্যাকটিস ও ইন্টার্নশীপ করতে পারে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ।
স্বাস্থ্য সেবায় নিজেকে নিবেদিত করতে
ভর্তির জন্য যোগাযোগ করুন,

জসিম উদ্দিন নার্সিং কলেজ
শফি মিয়ার বাজার সংলগ্ন, জামালপুর।