বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত এবং বৃহত্তম ময়মনসিংহের অন্যতম শিক্ষা-প্রতিষ্ঠান জসিম উদ্দিন নার্সিং কলেজ
JNC এর বিশেষ সুবিধাসমূহ
- বিশেষজ্ঞ ডাক্তার, সিনিয়র ইন্সট্রাক্টর (নার্স),জুনিয়র ইন্সট্রাক্টর (নার্স),প্রভাষক সহ মোট ৫০ জন শিক্ষক-শিক্ষিকা মন্ডলী দ্বারা ছাত্র-ছাত্রীদের পাঠদানের ব্যবস্থা করা।
- ডিজিটাল বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট এর মাধ্যমে ছাত্র ছাত্রদের কলেজের প্রবেশ ও প্রস্থান সময় নিশ্চিত করে অভিভাবকের মোবাইল এ তাৎক্ষণিক SMS প্রেরন ।
- মাল্টি মিডিয়া সমৃদ্ধ ক্লাস রুম।
- বিভিন্ন রোগের প্রদুর্বতাভাব নিয়ন্ত্রনের লক্ষ্যে সচেতনতা মূলক লিফলেট বিতরণ।
- ব্যাংকিক সিস্টেমের মাধ্যমে কোর্স ফি গ্রহন।
- নার্সিং কোর্সে ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ফ্রী অনলাইনে আবেদন সেবা প্রদান করা হয়।
- ছাত্র-ছাত্রীদের ফ্রি মডেল টেস্ট পরীক্ষা নেয়া হয়।
- প্রতিটি বিভাগের জন্য রয়েছে আলাদা আলাদা গাইড টিচার।
- ব্যবহারিক ক্লাসের জন্য রয়েছে যুগ উপযোগী আধুনিক সকল যন্ত্রপাতি দ্বারা সুসজ্জিত ল্যাব ।
- এ ছাড়াও লাইব্রেরিতে রয়েছে দেশি- বিদেশি রাইটারের লেখা বিষয়ভিত্তিক বই।
- হায়ার এডুকেশন ইনফরমেশন ফেসেলিটিস কর্নার ।
- ক্যারিযার ডেভেলপমেন্ট ইনফরমেশন জোন ।
- দেশি বিদেশি জার্নাল ও জব রিলেটিভ প্রচুর সংখ্যক বই এবং
- ফ্রী ওয়াইফাই সুবিধার মাধ্যমে মাধ্যমে বিভিন্ন রাইটারের মেডিকেল রিলেটিভ দূর্লভ সহায়ক বই অন্বেশন করতে পারে ।
JNC এর ব্যতিক্রম বৈশিষ্ট্য
- ছাত্র-ছাত্রীদের কমিউনিকেশন Skill বৃদ্ধির জন্য Spoken Club প্রতিষ্ঠা করা হয়েছে ।
- উপস্থাপনা Skill বৃদ্ধির জন্য ডিভেটিং ক্লাব ।
- দেশিও সংস্কৃতিকে তুলে ধরার জন্য কালচারাল ক্লাব প্রতিষ্ঠা রয়েছে।
- সকল প্রকার কো-কারিকুলাম অ্যাকটিভিটিস পরিচালিত হয়।
- নার্সিং ছাত্র-ছাত্রীদের জন্য Capping, pepper presentation, food fair etc আয়োজন করা হয় ।
- প্রতি বছরে বার্ষিক শিক্ষা সফরের ব্যবস্থা করা হয় ।
- পাঠ্য ক্রমের অংশ হিসেব ছাত্র-ছাত্রীদের কমিউনিটি ভিজিট করানো হয়।
- প্রতি বছরে ছাত্র-ছাত্রীদের সাইকিয়াট্রিক হাসপাতাল পরিদর্শন ।
- সাস্থ্য সেবা থেকে বঞ্চিত এরিয়ায় ফ্রী health camping এর ব্যবস্থা করা হয়।
- জাতিয় দুর্যোগ কালিন সময় ভলেনঠিয়ারী সেবা প্রদান ( টিকা প্রদান,ভ্যাকসিন দিবস,ভিটসি A ) করা হয় ।
- প্রতি বছরে নার্সিং ডে উদযাপন করা হয়।
- প্রতি বছর নবীন বরণ অনুষ্ঠান উদযাপন করা হয়।