
On Job Training
On Job Training ছাত্র/ছাত্রীদের জন্য JPI ও JIMT এর একটি ব্যতিক্রমী উদ্যোগ। ডিপ্লোমা কোস শেষ হওয়ার সাথে সাথেই একজন ছাত্র/ছাত্রীকে ইন্ডাষ্ট্রিতে ৩মাসের জন্য On Job Training এ পাঠানো হয়, যেন শিক্ষার্থীরা দক্ষতা বৃদ্ধি করে Target Job পেতে পারে।
অল্প কথায় On Job Training এর মাধ্যমে ছাত্র/ছাত্রীরা নামকরা সব প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে অর্জন করছে অমূল্য অভিজ্ঞতা। এছাড়াও On Job Training এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অর্জিত শিক্ষা বাস্তবে প্রয়োগের সুযোগ পায় যা তাদের দক্ষতা বহুলাংশে বাড়িয়ে তোলে। সেই সাথে ভাল চাকরি পেতেও বিশেষ ভাবে সহযোগিতা করে।