একজন ছাত্রের কাছে তার পরিবার ও প্রতিষ্ঠানের প্রত্যাশা থাকে সে যেন পাশ করার সাথে সাথেই সুপ্রতিষ্ঠিত ইন্ডাষ্ট্রী, ভাল কোন কোম্পানী অথবা সরকারী জব করবে এই প্রত্যাশা পূরুনের জন্য জসিম উদ্দিন নার্সিং কলেজের জব প্লেসমেন্ট সেলের মাধ্যমে কয়েকটি ধাপে তাদের ক্যারিয়ারকে ডেভেলপ করতে ক্যারিয়ার কাউন্সিলিং এর পদক্ষেপ নিয়ে থাকে সর্বশেষ সেমিস্টার পাশ করার পর তিন দিন ব্যাপি এটিটিউড ও অফিস ম্যানেজমেন্টের উপর তিন দিনের বাধ্যতামূলক ওয়ার্কসপের আয়োজন করে তদুপরি ছাত্র/ছাত্রীদেরকে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের জন্য ১২০ দিন দীর্ঘ ইন্ডাষ্ট্রিয়াল আ্যাটাচমেন্ট ট্রেনিং নিশ্চিত করে পরবর্তীতে ইন্ডাষ্ট্রিয়াল আ্যাটাচমেন্ট থেকে তাদের অর্জিত বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ ও অপূর্ন অংশকে পরিপূর্ন রুপ দিতে ৬দিন ব্যাপি Pre-Placement Workshop এর আয়োজনে মাধ্যমে তা সফল করা হয়। এমতাবস্থায় ছাত্র/ছাত্রীদের Professional Skills Develop করতে জসিম উদ্দিন জব প্লেসমেন্টের উদ্যোগে ডিসেম্বর মাসের শেষয়ার্ধব্যাপি সকলের জন্যই Professional Life Skills Development Training নিশ্চিত করা হয় অপরপক্ষে যারা আত্মকর্মশীল হতে চায় তাদের জন্য জানুয়ারী মাসের ৫ থেকে ১০ তারিখ পর্যন্ত “Entrepreneurship Development” এবং Dream to Development শীর্ষক নামে ট্রেনিং ও সেমিনারের আয়োজন করা হয় যা পরিচালিত হয় সফল ব্যক্তি দ্বারা উল্লেখ থাকে ছাত্র/ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন সময় দেশ ও দেশের বাহিরে সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান জসিম উদ্দিন নার্সিং কলেজের যৌথ উদ্যোগে ভর্তির জন্য প্রয়োজনীয় তথ্য যোগ্যতা ইত্যাদি সমন্বয় করে জসিম উদ্দিনের জব প্লেসমেন্ট সেল দ্বারা উৎসাহী শিক্ষার্থীদের বিভিন্ন সেমিনারের মাধ্যমে তা জানানো হয়।