০৪ বছর মেয়াদী-বিএসসি ইন নার্সিং (বেসিক) কোর্স
বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভ‚ক্ত জসিম উদ্দিন নার্সিং কলেজ। স্বাস্থ্য সেবা পদ্ধতির পরিবর্তশীল ধারণা মেডিকেল শিক্ষার ক্ষেত্রে নব নব দ্বার উন্মোচন করেছে। বর্তমানে বিএসসি ইন নার্সিং (বেসিক) এডুকেশন বিষয়ক ডিগ্রি হলো মেডিকেল শিক্ষার একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা।
কাজের সুবিধাঃ
নার্সরা স্বাস্থ্যসেবা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে। পিবিবিএসসি ডিগ্রিধারী প্রার্থীরা সরকারী ও বেসরকারী হাসপাতাল, নার্সিহোম, ক্লিনিক, পুনর্বাসন কেন্দ্র, কমিউনিটি হেলথ সেন্টার, এনজিও ইত্যাদি ভাল চাকরি পেতে পারেন। এছাড়াও দ্বিতীয় শ্রেণীর নার্স পদে চাকরির সুযোগ রয়েছে।
ভর্তির যোগ্যতা ও ভর্তির কোর্সসমূহঃ
০৪ বছর মেয়াদী-বিএসসি ইন নার্সিং (বেসিক)ঃ- বিজ্ঞান বিভাগ হতে এইচ.এস.সি পাশের দুই বৎসরের মধ্যে ভর্তি হতে হবে।
০২ বছর মেয়াদী-বিএসসি ইন নার্সিং ( পোস্ট বেসিক) ঃ- বিএনএমসি থেকে ডিপ্লোমা পাশ।
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক ভর্তি
পরীক্ষায় সর্বনিম্ন ৪০ পেয়ে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে পারবেন।
নার্সিং এ পড়তে যে সমস্ত ল্যাবের প্রয়োজনঃ
• Anatomy Lab
• Physiology Lab
• Community Medicine Lab
• Computer Lab
• Pathology & Microbiology Lab
• Midwifery Lab
• Surgical Lab
• Nutrition Lab
হোস্টেল/আবাসন সুবিধা
ছাত্রীদের সুবিধা ও নিরাপত্তার কথা বিবেচনা করে জসিম উদ্দিন নার্সিং কলেজ কর্তৃপক্ষ নিজ উদ্যোগে হোস্টেল পরিচালনা করে আসছে। হোস্টেল সমূহ কলেজের নিকটবর্তী হওয়ায় কলেজ কর্তৃপক্ষ হোস্টেলে অবস্থানরত ছাত্রীদের জন্য লাইব্রেরী এবং ল্যাব ব্যবহারের পর্যাপ্ত সুবিধা প্রদান করছে। ছাত্রীদের জন্য ৫০ আসনের আলাদা ৩টি হোস্টেল রয়েছে।
উচ্চ শিক্ষা
৩ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পরে প্রতিষ্ঠানে B.Sc in Nursing (Post Basic) কোর্স করার সুযোগ রয়েছে।
লাইব্রেরী
যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য লাইব্রেরি একটি অপরিহার্য অঙ্গ। ছাত্রীদের লেখাপড়ার সুবিধা কথা বিবেচনা করে জসিম উদ্দিন নার্সিং বিষয়ভিত্তিক ও রেফারেন্স বই সমৃদ্ধ প্রতিটি ক্যাম্পাসে একটি ডিজিটাল লাইব্রেরী প্রতিষ্ঠা করেছে। লাইব্রেরিতে দেশি-বিদেশি মিলিয়ে বইয়ের সংখ্যা প্রায় ৮ (আট) হাজার। প্রতি বছরে নতুন নতুন বই সংযোজনের মাধ্যমে এ সংখ্যা বৃদ্ধি করতে সাইক নার্সিং কলেজ সদা সচেষ্ট। এছাড়াও রয়েছে ইন্টারনেট সুবিধা।
দেশে ও বিদেশে কর্মসংস্থান
চিকিৎসা শাস্ত্রে নার্সিং কোর্সটি একটি গুরুত্বপূর্ণ শাখা। এই কোর্স সম্পন্ন করার পর শতভাগ চাকরির নিশ্চয়তা রয়েছে। সফলভাবে কোর্স শেষ করার পর সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্যকেন্দ্র ও এনজিওতে সরাসরি নার্স পদে চাকরির সুযোগ রয়েছে।
নার্সিং কোর্স সম্পূর্ণ করার পর IELTS, OET, CGFNS কোর্স সম্পূর্ণকারীগণ ইউরোপের দেশ সমূহে উচ্চ বেতনের চাকরির সুযোগ রয়েছে। এ বিষয়ে সাইক নার্সিং কলেজ সম্পূর্ণ সহযোগিতা করে থাকে।